সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুরে নারী ফুটবল খেলা আয়োজনে বাধা, সংঘর্ষে আহত ২০

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ‘ নারী ফুটবল খেলা’ আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে নারী-পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাওনা মাঠে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে স্থানীয় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের মধ্যে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ উপলক্ষে আয়োজকদের পক্ষে এলাকায় মাইকিং সহ ব্যাপক প্রচারনা চালানো হয়। এই প্রচারনা খবর শুনে উপজেলার বাওনা গ্রাম সহ বিভিন্ন গ্রামের তৌহিদি জনতা সকাল থেকে খেলা বন্ধের দাবিতে পাল্টা মাইকিং করে। পাল্টাপাল্টি মাইকিং হওয়ায় এলাকায় সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল ৩টায় খেলা শুরু করতে গেলে আয়োজক কমিটির লোকজন ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারী, পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা জানান, ‘প্রমিলা নারী ফুটবল খেলা’ আয়োজন নিয়ে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কেউ মামলা করতে চাইলে আমরা নিব।

Share This