মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৪ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ সোমবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হক।
অটককৃতরা হলেন, হাকিমপুর পৌর শহরের চন্ডিপুর গ্রামের সোবহান প্রধানের ছেলে শাহ আলম প্রধান (৫৬), নিষিদ্ধ ঘোষিত পৌর আ’লীগের সহসভাপতি, মধ্যবাসুদেবপুর এলাকার আফতাব সরদারের ছেলে সাজু সরদার (৩২), পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উত্তর বাসুদেবপুর এলাকার আক্তার হোসেন মল্লিক এর ছেলে ইমরুল মল্লিক রয়েল (৩৬) কে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়। হাকিমপুর থানা মামলা নং ৭। এছাড়া গত ২৭ মে বিস্ফোরক দ্রব্য আইনে রুজুকৃত মামলায় মধ্যবাসুদেবপুর এলাকার আবুল কাশেম এর ছেলে আমজাদ হোসেন (৪২) কে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ। হাকিমপুর থানা মামলা নং ১৭।
গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হক জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। এছাড়া গত ২৭ মে নাশকতা সৃষ্টির অভিযোগে রুজুকৃত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মো. নাজমুল হক ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে (উপস্থিতিতে)থানার এসআই মোস্তাফিজুর রহমান, মাহফুজ আলম, অরুপ কুমার, সাজু মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল রোববার দিবাগত রাতভর হাকিমপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হাকিমপুরে থানায় রুজুকৃত মামলায় বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Share This