হাকিমপুরে প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের অপসারণের দাবিতে মানববন্ধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোছা. নিলুফা ইয়াসমিনের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এলাকাবাসীরা এই মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে এলাকার সব বয়সের নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, নিলুফা ইয়াসমিন ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।
জানা গেছে, আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ছিলেন নিলুফা ইয়াসমিন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পলাতক ছিলেন। এই অবস্থায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য সকল ইউপি সদস্যদের রেজুলেশনের সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলা প্রশাসক গত ১৯ নভেম্বর পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান আল-ইমরানকে দায়িত্ব দেন। পরে জেলা প্রশাসকের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে নিলুফা ইয়াসমিন রীট করেন। সম্প্রতি আদালত নিলুফা ইয়াসমিনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য রায় দেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বাবুল হোসেন, বুলু মিয়া, রুহুল আমিন ও আমেনা বেগম। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইয়াসমিনকে প্যানেল চেয়ারম্যানের পদে দেখতে চাই না। আমরা তার অনতিবিলম্বে অপসারণ চাই এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
তারা আরও বলেন, ইতিপূর্বে নিলুফা ইয়াসমিন ইউপি সদস্য থাকাকালীন বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে দুইবার সাসপেন্ড হয়েছেন। এমন দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসরকে দেখতে চাই না।