হাকিমপুরে বিভিন্ন প্রজাতির ২১ হাজার বৃক্ষরোপণের উদ্বোধন

হিলি প্রতিনিধি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক দিনাজপুরে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ২১ হাজার বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলর ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এসএম হাবিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সহ অনেকে।
অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মহোদয়ের পরামর্শে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বরণে জেলা সদরে ৯ জন শহীদের স্মরনে ৯ টি বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়াও জেলার ১০৩ টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় বিভিন্ন প্রজাতির ৮ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে আজ হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ২১ হাজার বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি।