হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) অমিত রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানসহ অনেকে। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।