হাকিমপুরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রওজাতুল আতফাল হিলি নূরানী একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এউপলক্ষে আজ শনিবার সকালে একাডেমির চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সুরজ আলী শেখ ও প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রওজাতুল আতফাল হিলি নূরানী একাডেমির পরিচালক হাফেজ মো. সাব্বির আহমেদ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা দ্বিতীয় শ্রেনির ৩৬ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন। এছাড়া বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা সহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।