হিলি প্রতিনিধি
পৌষের তীব্র শীতে কাপছে দেশের উত্তরের জেলা দিনাজপুর। পৌষের শীত নিবারণের চেষ্টায় জেলার সীমান্তবর্তী হাকিমপুর পৌরসভার উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় তিনশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সহ অনেকে।
পৌর প্রশাসক অমিত রায় জানান, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনা মোতাবেক পৌরসভার তিনশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণ করা হয়।