হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় গুলফার রহমান (৪৬) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গুলফার রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গুলফার রহমান হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার গোলাপজান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।
তিনি জানান, হাকিমপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক এর নির্দেশনা মোতাবেক আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে নিয়মিত মামলায় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হাকিমপুর থানা মামলা নং ৩। জিআর নং ১৩৩।
গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।