হাবিপ্রবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকবৃন্দের জন্য “এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় আইকিউএসির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। আইকিউএসির পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার। রিসোর্স পার্সন ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহমদ ইমতিয়াজ রইছ। এ সময় অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান উপস্থিত ছিলেন।