সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে এমদাদুল হক মাষ্টার স্মৃতি ডবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই অস্থায়ী মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য আশপাশের গ্রামের শত শত নারী পুরুষের উপছে পড়া ভিড় দেখা গেছে। অস্থায়ী মাঠটি ফুটবল খেলার জন্য লাল, নীল, হলুদ রং এর কাপড় দিয়ে ঘেরা হয়েছে।
বিকেল চারটায় ফাইনাল খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম খোকন, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মোরশেদ সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাপ হোসেন,, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক শাহিনুর ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, টুর্নামেন্ট কমিটির সভাপতি এনামুল হক আনাম, সদস্য সচিব মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি আকরাম মাষ্টার, সদস্য ইউসুফ, দেলোয়ার হোসেন, শামসুল আলম সহ আরও অনেকে। খেলায় মাঠ পরিচালকের দ্বায়িত্ব পালন করেন ভোলানাথ এবং ধারাভাষ্যকার প্রদান করেন আসাদুজ্জামান আসাদ।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. মাসুদ রানা বলেন, আমার চাচা মরহুম এমদাদুল হক মাষ্টার আলিহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এর দ্বায়িত্ব পালন করেছেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের তরুণ ও যুবসমাজ কে মাদক থেকে দূরে সড়িয়ে রাখতে এবং মোবাইল আসক্ত থেকে তাদের দূরে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে।
আজকের ফাইনাল খেলায় দাউদপুর একাডেমি বনাম ওয়াসেস একাডেমি নয়ানগর দল অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাউদপুর একাডেমি ওয়াসেস একাডেমি নয়ানগর দলকে ৩-০ পরাজিত করে জয় লাভ করেন।
খেলা শেষে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় মাঝে ডবল গরু তুলে দেন অতিথি বৃন্দ।

Share This