হিলিতে এসএসসির ফলাফল নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নুর আলম, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব গোলাম মোস্তফা কামাল, কেন্দ্র সচিব বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলী, সুপার রোস্তম আলী, হাফিজুর রহমান, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আব্দুল কুদ্দুস, দিলজার রহমান, মোশাররফ হোসেন, সুবীর চন্দ্র সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের প্রধান শিক্ষকগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় উপস্থিত প্রতিষ্ঠান প্রধান গণের উদ্দেশ্য বলেন, এবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল বিগত বছরের তুলনায় ভিন্ন হয়েছে। ফলে পাশের শতকরা হার ও কমেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেনীতে শিক্ষার্থীদের উপস্থিতি ও তাদের পড়ার টেবিলে মনোযোগী হওয়ার জন্য আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ও কমার আহবান জানান তিনি।