বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
দীর্ঘ ৬ বছর পর উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবদী মহিলা দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার বিকেল ৫ টায় হাকিমপুর পৌর মহিলা দলের আয়োজনে হাকিমপুর হিলি পৌরসভার ৪ নং ওয়ার্ড মাঠপাড়া এলাকায় এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর পৌর মহিলা দলের নেত্রী শামছুন্নাহার শামুর সভাপতিত্বে কর্মী সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম বেজা বিপুল, হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা মহিলা দলের নেত্রী আক্তারা বানু, পৌর মহিলা দলের নেত্রী শারমিন আক্তার লবনী, ইয়াছমিন আক্তার চায়না, ফেরদৌসি আক্তার, হাকিমপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন সহ অনেকে।

Share This