রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগের নেতা গ্রেফতার

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ (ডেভিলহান্ট) অভিযানে কৃষক লীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভুট্টু(৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার গভীররাতে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া (বিলেরপাড়) গ্রামে পুলিশ বিশেষ (ডেভিলহ্যান্ট) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আনিছুর রহমান ভূট্টু, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া (বিলেরপাড়) গ্রামের আব্দুল কাদের এর ছেলে। আনিছুর রহমান ভুট্টু অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হোসেন।
তিনি জানা, হাকিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় হাকিমপুর সার্কেল মহোদয়ের দিকনির্দেশনা ও আমার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক এসআই মো. মোস্তাফিজুর রহমান ও সঙ্গী ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল থানা এলাকার খট্রামাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া (বিলেরপাড়) এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আনিছুর রহমান কে গ্রেফতার করেছে। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share This