শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

হিলি প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের লক্ষে এবং ঢাকাতে আগামী শনিবার জাতীয় সমাবেশ সাফল্য করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সাথে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জনানো হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হিলি বন্দরের চারমাথা মোড়ে সমাবিত হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার চারমাথায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, পৌর আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আলহাজ্ব হোসেন সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে এবং আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ ঢাকাতে হবে। তাদের সেই সমাবেশ সাফল্য করতে সবাইকে আহ্বান জানান। সেই সাথে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জনানো হয়।

Share This

COMMENTS