সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব উপস্থিত থেকে ভলিবল খেলার মাধ্যমে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল, পাউশগাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সহকারী সুপার মোতালেব হোসেন, খেলা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক, মো. কাওসার রহমান, আযম আলী, গোলাম রব্বানী, রবিউল ইসলাম, মামুনুর রশীদ, তারেক মাসুদ, রাইহান কবির, মনজুরুল, শাহিন আলম, মোস্তাফিজুর, হুমায়ুন কবির, আক্তারা বানু, শামীমা আক্তার, সহ আরও অনেকে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, এবারে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (২-৫) ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। আজকে, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, সাইকেলিন (বালক, বালিকা) অনুষ্ঠিত হয়েছে।
এতে ভলিবল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ পাউশগাড়া ফাজিল মাদ্রাসা।
এছাড়া ব্যাডমিন্টন একক ও দ্বৈত (বালিকা) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন (একক) পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর রায়হানা তাসলিমা, দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে একই প্রতিষ্ঠানের রায়াহানা তাসলিমা ও শানু আকতার।
ব্যাডমিন্টন একক (বালক) চ্যাম্পিয়ন হয়েছে, মো. আইয়ুব খান পাউশগাড়া ফাজিল মাদ্রাসা এবং দ্বৈত মো. হাসিব ও রাফিউল ইসলাম বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ।
সাইকেলিন (বালিকা)মোরশেদা আক্তারা (নয়নতারা) বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ, বালক মাহফুজুর রহমান সবুজ নন্দীপুর দাখিল মাদ্রাসা। বিজয়ীদের মাঝে আগামী ৫ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

Share This

COMMENTS