হিলি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ বুধবার বিকেলে ৫ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন এর নেতৃত্বে হিলি বন্দরের চারমাথা মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাই স্থানে শেষ হয়।
পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমানুয়েল সরকার মুক্তি প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সসভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পৌর মহিলা দলের নেত্রী শামসুন্নাহার টুনিসহ অনেকে ছিলেন।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।