শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলি পাবলিক স্কুলে কোরআনের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে উৎসব মুখর পরিবেশে “হিলি পাবলিক স্কুলে” ৬০ জন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের ছবক পাঠ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের অর্ধ-বার্ষীকী পরীক্ষার ফলাফল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
হিলি পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডিএম আলমগীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইস্কান্দার আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডারগার্ডেন ঐক্যপরিষদ এবং মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, যুগ্ম সচিব সিকদার আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম, উপদেষ্টা সদস্য এ্যাডভোকেট কহিনুর হোরায়রা মনি, শিক্ষক মো. হাফিজার রহমান, বেবী আক্তার, মুনসুর আলী, অভিভাবক মো. মামুনুর রশীদ, হায়দার আলী সহ অনেকে।
বক্তারা বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, নৈতিক, চারিত্রিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক চেতনা, সততা ও দেশপ্রেম জাগ্রত করাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত।
বিদ্যালয়ের অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম বলেন,“আমাদের শিক্ষার্থীরা যেন শুধু একাডেমিক ফলাফলে নয়, চারিত্রিক গুণাবলিতেও উৎকর্ষতা অর্জন করে সেই লক্ষ্যে আমরা নিয়মিতভাবে এমন ধর্মীয় ও প্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করি। কোরআনের শিক্ষায় আলোকিত মানুষই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আমি মনে করি।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয় এবং এসএসসি পরীক্ষা-২৫ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share This

COMMENTS