হিলি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি রব্বানী, সম্পাদক আরিফ

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘হিলি প্রেসক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় আগামী দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের আহবায়ক মো. গোলাম রব্বানী এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক সময়ের আলো প্রতিনিধি মো. গোলাম রববানীকে সভাপতি এবং একাত্তর টিভি প্রতিনিধি মো. ছামিউল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আক্তার হোসেন বকুল (মোহনা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (গ্লোবাল টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ হাসান আলী (দৈনিক দেশ বুলেটিন), দপ্তর সম্পাদক মো. জনি শেখ (সাপ্তাহিক জিরো পয়েন্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুব আলম বকুল (দৈনিক দেশ মা), সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন বিপ্লব (নিউজ ২১ আইপি টিভি), আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াসকুরনী (দৈনিক মানবাধিকার), ধর্ম সম্পাদক মো. ইমরুল কায়েস (ডেইলি সানশাইন)।