রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ বছরে রেলওয়ে সেক্টরে দলীয় দুর্নীতিবাজদের দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল

- সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
সাবেক সাংসদ সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক বলেছেন, বিগত ১৫ বছর বাংলাদেশ রেলওয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই রেল সেক্টরে দলীয় দুর্নীতিবাজদের দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল। উন্নয়নের নামে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করা হয়েছে। এর প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীরাসহ দেশপ্রেমিক শ্রমিকরা তাদের বহুমুখী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। চরম বৈষম্য করা হয়েছে শ্রমিক নিয়োগ, পদন্নোতি, বদলী ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে। আর সাধারণ শ্রমিক কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আজ শনিবার বিকেলে রেল শ্রমিকদলের কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজিঃ নং-বি১৭৬৫) শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (মিশু)’র সভাপতিত্বে ও মো. ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. এম.আর মনজু, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো, পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়কি আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু, সদস্য সচিব মাহাবুব রহমান সংগ্রাম, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার), রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু এহিয়া, পার্বতীপুর ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share This