১৫ বছর ধরে চলমান হত্যা মামলার সব আসামি খালাসে উত্তপ্ত আদালত চত্বর

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে একটি হত্যা মামলায় সব আসামি খালাস পাওয়ায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম রেজাউল বারী দুই পক্ষের পৃথক মামলার রায়ে সকল আসামিকে বেকসুর খালাস দেন।
জানা যায়, ২০১১ সালের ৩০ মার্চ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগজ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এরশাদ নামে এক যুবক গুরুতর আহত হন। পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এরশাদের বাবা কসিরউদ্দিন তেঁতুলিয়া থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অপরপক্ষও ১৯ জনকে আসামি করে একটি পাল্টা মামলা করে।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে দুটি মামলাকে একত্রিত করে রায় ঘোষণা করেন আদালত। কিন্তু রায়ে সকল আসামির খালাস ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন বাদী পক্ষ ও স্থানীয় জনতা। তারা রায়ের বিরুদ্ধে আদালত চত্বরে অবস্থান ও বিক্ষোভ করে।
এরশাদের মা রমেছা বেগম বলেন, “আমার ছেলেকে কুড়াল দিয়ে মাথায় মেরে হত্যা করা হয়েছে। ১৫ বছর ধরে ন্যায় বিচারের আশায় ঘুরছি। জমিজমা বিক্রি করে মামলার খরচ চালিয়েছি। কিন্তু এ রায় আমাদের হতাশ করেছে। গরীব বলে কি আমরা বিচার পাব না?”
অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, “পুলিশি তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করেই আদালত যুক্তিসঙ্গত রায় দিয়েছেন।” তবে বাদীপক্ষের আইনজীবী আব্দুল মতিন বলেন, “আমরা এ রায়ে সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করা হবে।”
দীর্ঘ আইনি লড়াই শেষে এক হত্যা মামলার রায়ে সব আসামি খালাস পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন নিহতের পরিবার। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আসামিপক্ষ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।