১৫ বছর পর মাদক মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কবিরুলকে (৪২) ১৫ বছর পর গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ ও র্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া বাতেনটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কবিরুল ঘোড়াঘাট পৌরশহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে সে আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশের কাছে ২০০৫ সালে গাইবান্ধা পলাশবাড়ীতে এবং তার আগে ২০০৩ সালে বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় কবিরুল। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় আটক থাকার পর জামিনে মুক্তি পায়। সেই থেকে পলাতক ছিলেন আসামি কবিরুল। পরে দীর্ঘ শুনানি শেষে ২০১০ সালে গাইবান্ধার একটি আদালত তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দন্ডিত হয়। অন্যদিকে বগুড়ায় হওয়া আরেক মামলায় ২০২১ সালে আদালত আসামি কবিরুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দন্ডিত করেন।
এদিকে রায় ঘোষণার পর পলাতক আসামিকে ধরতে ঘোড়াঘাট থানা পুলিশকে নির্দেশনা দেয় আদালত। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার হওয়া আসামির নামে দুটি সাজা এবং আরো একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তিন মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক এই আসামি ধরতে এসআই সাব্বির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল র্যাব-৪ সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকার আশুলিয়া বাতেনটেক থেকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে শনিবার ভোরে ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
