১৭ বছরেও পাকা হয়নি দুই কি.মি. সড়ক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর মোলান গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে গ্রামের শেষ সীমানা বাঁশমুড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কটি বিগত সরকারের জনপ্রতিনিধিরা ১৭বছরে বার বার প্রতিশ্রুতি দিলেও আজও পাকাকরণ করা হয়নি। মোলানসহ আশপাশের অন্তত ৭/৮টি গ্রামের মানুষের চলাচলের রাস্তাটির বর্ষা মৌসুমে হাঁটু পরিমান কাঁদাতে বেহাল দশা হয়ে পড়েছে। বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পরে রাস্তাটি। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের।
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বর্ষা মৌসুমে চলছে। সেই সঙ্গে শেষ মুহুর্তে মাঠ থেকে ইরি-বোরো ধান কাটামাড়াইও চলছে। গ্রামের ভেতরের রাস্তার যে, বেহাল অবস্থা তাতে করে গ্রামের রাস্তা দিয়ে কোনো গাড়ি ঢুকতে পারছেনা। মাঠ থেকে ধান কেটে বাড়ীতে আনতে পারছিনা সহজে। খুব কষ্ট করে ধান কাটামাড়াই করতে হচ্ছে।
মোলান গ্রামের বাসিন্দা মিনহাজুল ইসলাম বলন, দীর্ঘদিন থেকে বর্ষা মৌসুমে আমরা গ্রামবাসীরা চরম ভোগান্তির শিকার হয়। গ্রামের রাস্তায় হাঁটু কাঁদার কারণে জরুরি প্রয়োজনে কোনো মাইক্রোবাস ঢুকতে পারবেনা। এ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ীও ঢুকতে পারবেনা। একারনে রোগীদের বাড়ীতে থেকে কোলে করে কিংবা অন্য উপায়ে বহন করে রাস্তায় আনার পর হাসপাতালে নিতে হয়। দীর্ঘদিন থেকে এমন দূরাবস্থার মধ্যে দিয়ে গেলেও আমাদের দূর্ভোগ লাঘব করতে এগিয়ে আসেনি কেউ। আমরা গ্রামবাসীরা বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায় দ্রুত রাস্তাটি পাকাকরনের জন্য পদক্ষেপ গ্রহন করার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য কার্যক্রম শুরু করা হবে।