বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটে বাস চলাচল শুরু


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৯দিন পর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। পার্বতীপুর বাস মালিক সমিতি ও দিনাজপুর মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জের ধরে বাস চলাচল বন্ধ থাকার পর দুই মালিক পক্ষের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আজ সোমবার থেকে পার্বতীপুরে ৩টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তিনটি রুট হচ্ছে, পার্বতীপুর-দিনাজপুর, ফুলবাড়ী-রংপুর ও পার্বতীপুর-সৈয়দপুর।
দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ¦ এজেডএম মেনহাজুল হক বলেন বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। রংপুর-ফুলবাড়ী রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ফুলবাড়ী-রংপুর রুটে ১২টি বাসের মধ্যে দিনাজপুর মোটর মালিক গ্রুপ পার্বতীপুর বাস মালিক সমিতির মাত্র একটি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুর মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় গত ১৮ ডিসেম্বর থেকে পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয় হয়। সরাসরি সৈয়দপুর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।
দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার আহবায়ক আতিকুর রহমান স্বপন বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেন। ১৮ দিন পর বাস চলাচল শুরু হওয়ায় সকলের মনে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো. ফয়জার রহমান বলেন, আগামী ১৫ জানুয়ারী নীলফামারী জেলার সৈয়দপুর মোটর মালিক সমিতি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সিদ্ধান্ত হবে। তবে, আপাতত পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ওই রুটে বাস চলাচল করবে বলে জানিয়েছেন।

Share This