নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে, বিগত ফেসিস্ট সরকারের কেড়ে নেয়া জনগনের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, এ কারনে ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপির হাতকে শক্তিশালি করতে সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংযোগ করা কালিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ব্যারিষ্টার কামরুজ্জামান জামান বলেন, বিগত ফেসিস্ট সরকার রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে শুধু একনায়কতন্ত্র নয়, এক ব্যাক্তি কেন্দ্রিক একটি ফেসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটের অধিকারসহ সকল রাষ্ট্রিয় অধিকার কেড়ে নিয়েছিল। জনগনের ভোটের অধিকারসহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৭ বছর থেকে লড়াই সংগ্রাম করে আসচ্ছে। জনগনের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষনা করছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জনগণের ঘরে ঘরে ৩১দফা কর্মসূচি পৌছিয়ে দেয়ার জন্য তিনি এই গণসংযোগ করছেন।
গণসংযোগ কর্মসূচিতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও মনমথপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো, পার্বতীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মঞ্জুরুল রশিদ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি আইনুল হক মঞ্জু, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সদস্য সচিব মাহবুব আলম মিলন, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েলসহ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মিগণ ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দগণ।
উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণসহ গণসংযোগ করছেন। তার এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা-কর্মিসহ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করছে। এতে করে সাধারন মানুষের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে ব্যারিষ্টার কামরুজ্জামানের গণসংযোগ ও ৩১ দফা কর্মসূচি।
ব্যারিষ্টার কামরুজ্জামান জামান বলেন, জনগনেরই হচ্ছে রাষ্ট্রের মালিক, আর জনগনের সেই রাষ্ট্রের মালিকানা বারবার বিএনপি প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বহুদলিয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এক দলিয় শাসনের হাত থেকে এই দেশে গণতন্ত্রের যাত্রা সৃষ্টি করেছিল। একইভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে ১৯৯১ সালে সংসদিয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছেন।