মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন ডাঃ জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বিএনপি আপনাদের পাশে থাকতে চায়। বিএনপি সব সময় জনগনের কাছে থাকতে চায়। বিএনপির দেয়া ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন হলে সকলের মঙ্গল হবে, দেশের উন্নয়ন হবে, জনগনের উন্নয়ন হবে বলে এটি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির উদ্যোগে আজ শনিবার দুপুরে নবাবগঞ্জে  উপজেলা পরিষদ হলরুমে মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জা ও অনগ্রসর শীর্তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share This