রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে মাইশা আক্তার মৌ (১৬মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাইসা ধনীপাড়া এলাকার মহচেন এর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়িতে মাইশাকে খেলতে দিয়ে পারিবারিক কাজ করছিলেন মা রানি। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে প্রতিবেশী এক দাদি তাকে পুকুরের পানিতে দেখে চিৎকার করলে মাইসার মা তাকে পুকুর থেকে উদ্ধার করে। মহচেন এর ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে মাইসা ছোট। মাগুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য লতিফুল ইসলাম রাজু পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Share This