সোমবার, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাট আক্কেলপুর তিলকপুর বাজারে মৎস্য সম্প্রসারণ ১৯৫০ আইনে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে জব্দকৃত ওই কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো. মোশফিকুর রহমান। এ সময় তাকে সহায়তা করেন অফিস সহকারী মো. হাসান। আক্কেলপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো. মোশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে আমরা এই অভিযান পরিচালনা করি। এসময় তিলকপুর বাজার থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। অবৈধ এই জাল গুলো গোপনে বিক্রির জন্য তিলকপুর বাজারে আনা হইছে। কিন্তু অবৈধ এই কারেন্ট জালের কোন মালিক পাওয়া যায়নি। পরে জব্দকৃত কারেন্ট জাল গুলো ফাঁকা একটি স্থানে নিয়ে জনগণের উপস্থিতিতে সকল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This