জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।
আজ রোববার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনে আসেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এ সময় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন।
জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি বলেন, সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তষ্টি লাভ করা যায়। মানুষের স্বাস্থ্য সেবার মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করা হয়। চিকিৎসা সেবা একটি মহৎ কাজ। অসুস্থ্য মানুষদের চিকিৎসা সেবার মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক, ডেপুটি সিভিল সার্জন, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক এমপি মো. আখতারুজ্জামান মিয়া, মমতাজ বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুদা রঞ্জন রায়, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তারসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনে এলে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি এবং দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-কে ফুল দিয়ে বরণ করে নেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে নেতৃবৃন্দ রংপুর বিভাগীয় কমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।