নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে দই ব্যবসায়ী কে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বুড়ইল ইউনিয়নের বীরপলী বাজারে দই-মিষ্টি’র দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদনের অপরাধে বীরপলী গ্রামের মোবারক হোসেনের ছেলে লুৎফর রহমান (৫৫) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।