পাঁচবিবি সীমান্তে র্যাবের অভিযানে নেশা জাতীয় ইঞ্জেকশনসহ আটক-২

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে র্যাব-৫ এর অভিযানে ৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ২ মাদককারবারীকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামভদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার খাঁন নওগাঁ গ্রামের মৃত শাহাজুলের ছেলে মো. মিলন শেখ (২৭) ও ইউনুছ খলিফার ছেলে মো. বাপ্পী হোসেন (৩২)। আজ শনিবার দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মাদক আইনে জেল হাজতে পাঠানো হয়েছে।