সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ক্রিকেট একাডেমীর উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সেতাগবঞ্জ বড়মাঠে উক্ত ক্রিকেট একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. মারুফ হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার। এছাড়াও এ্যাভোকেট সায়েম আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক সুমন চৌধুরী, ক্রীড়া সংগঠক শুভ চৌধুরী, প্রশিক্ষক রনি প্রমুখ। এ একাডেমীতে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের ক্রিকেট খেলোয়াড়রা প্রশিক্ষনের সুযোগ পাবে।

Share This