সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪’র গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালির গোয়ালবাড়ী ঈদগাঁ মাঠে আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয় ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এক বলিষ্ঠ উদাহরণ। সে সময় সাধারণ মানুষ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে সংগ্রাম গড়ে তুলেছিল, তা আজও আমাদের প্রেরণার উৎস। বক্তারা এই আন্দোলনের প্রয়োজনীয়তা ও জনগণের সাহসী ভূমিকার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে এ থেকে নেওয়ার মতো শিক্ষার দিকগুলো তুলে ধরেন।
আলোচনার শেষে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ শুধু প্রতীকী শ্রদ্ধা নয়, বরং তা জীবনের বিকাশ, স্থিতি এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতারও প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুসল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাড. মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আশাদুল ইসলাম, সমাজকর্মী মনির হোসেন সুইট এবং সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোরশেদ দিপন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। সকলে অত্যন্ত আন্তরিকতা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটিকে সফল ও অর্থবহ করে তোলেন।

Share This