সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে চাইনিজ বার আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে খেলায় মনোযোগী করতে জয়পুরহাটের পাঁচবিবিতে চাইনিজ বার আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বড়মানিক দুরুন্ত বন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে দিনব্যাপী খেলা শেষে বিকেলে বড় মানিক হাইস্কুল মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক তরুণ নেতা শামীম হোসেন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন বড়মানিক দুরুন্তবন্ধু সমবায় সমিতির সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মদন, সমাজসেবক মজনু মোল্লা, রাকিব হোসেন, ফয়সাল হোসেন, নাঈম হোসেন প্রমুখ।
নির্ধারিত সময়ে ফাইনাল খেলায় অমিংমাসিত হলে ট্রাইব্রেকারে ঘোড়াঘাট আদিবাসী ফুটবল একাদশ ৩ – ১ গোলে বড়মানিক আদিবাসী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Share This