পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাট মিন্টু গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে মাদক সম্রাট মিন্টু (৪৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগষ্ট রোববার রাত ৯ টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ওই অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মাদক সেবনের নানা ধরণের সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিন্টু মিয়া উপজেলার চতরা ইউনিয়নের ইকলিমপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট মিন্টু দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের কারবার করে আসছিল। পীরগঞ্জ থানায় গ্রেফতারকৃত মিন্টুর নামে একাধিক মাদকের মামলা রয়েছে। স্থানীয়ভাবে একজন অপরাধী হিসেবে চিহ্নিত হলেও ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাদক সম্রাট নামে খ্যাত মিন্টুর অবস্থানের তথ্য গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনার জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করার পর রোববার রাতেই সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী মিন্টুকে গ্রেফতারে চতরার ইকলিমপুরে অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ অভিযানে ১৮ জন সেনা সদস্য ও পুলিশের ৬ সদস্যের একটি দল অংশগ্রহন করেন। এ সময় মিন্টুর কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা ৬ টি মোবাইল ফোন, ২টি ডিজিটাল মাদক পরিমাপক মেশিন, ১টি কাঁচি, নগদ ৩৫ হাজার ৫০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ সোমবার গ্রেফতারকৃত মিন্টুকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।