পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিয়াপাড়া) গ্রামে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের সৈয়দ আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪০) এবং বেলাল হোসেন (২২)।
গত রবিবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ। হত্যাকান্ডের পর থেকেই গ্রেফতারকৃত আসামি দু’জন গা ঢাকা দেন বলে জানিয়েছেন নিহতের পরিবার।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই খুনের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে খুব দ্রুতই গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ৩১ শে জুলাই গভীর রাতে নিজবাড়িতে নৃশংসভাবে খুন হন প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম। পরে নিহতের কন্যা স্বপ্না বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।