সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জুলাই আন্দোলনে শহীদ মজিবুল সরকার বিশালের রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাট পাঁচবিবিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা মডেল মসজিদে জোহরের নামাজ শেষে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শহীদ বিশালের আত্মার শান্তি, মাগফিরাত ও তার পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডা. মো. সুজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমীর আবুল বাশারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লি ও সচেতন জনসাধারণ।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ মজিবুল সরকার বিশাল ছিলেন ইসলামী আদর্শে উদ্বুদ্ধ এক নির্ভীক ও সংগ্রামী কর্মী। তিনি অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সংগ্রাম করে শহীদ হন। তার শাহাদাত আমাদের চলমান আন্দোলনে প্রেরণা ও দৃঢ়তা এনে দিয়েছে। বক্তারা আরও বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না- তার রক্ত এই আন্দোলনকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন। তিনি কুরআন তিলাওয়াত, সংক্ষিপ্ত আলোচনা এবং মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করেন।
মাহফিলে অংশগ্রহণকারীরা শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মাহফিলটি এক হৃদয়বিদারক ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Share This