সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

৩৬ জুলাই উপলক্ষে পঞ্চগড়ে বিএনপির বিশাল শোভাযাত্রা

পঞ্চগড় সংবাদদাতা
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ‘৩৬ জুলাই’ উপলক্ষে পঞ্চগড়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় প্রায় দুই হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়।
শোভাযাত্রাটি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রদক্ষিণ করে। এতে সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, “৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা শহীদদের স্মরণ করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শপথ গ্রহণ করি।”
শোভাযাত্রা চলাকালে পঞ্চগড় শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মোটরসাইকেল, জাতীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কৌতূহল নিয়ে অংশ নেন।

Share This