সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে কলাবাগানে রাতের আধারে পুড়ছিলো অজ্ঞাত মরদেহ

আক্কেলপুর ও জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে গ্রামের পাশে কলাবাগানে রাতের আধারে শুকনো পাতা এবং গোবরের ঘুঁটের আগুনে জ্বলন্ত অবস্থায় অর্ধ পোড়া একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে চাষি বিকাশ চন্দ্র দেবনাথ পুকুরে মাছের খাবার দিতে এসে কলাবাগানের ভেতর আগুন দেখতে পান।
এসময় মানুষ পোড়ানো হচ্ছে এমন ধারণায় পাশের গ্রাম থেকে লোকজন ডেকে এনে আগুন নেভানো হয়। তখন আগুনের স্তূপ থেকে অর্ধ পোড়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরনে ধূসর রঙের প্যান্ট এবং লাল রঙের গেঞ্জি রয়েছে।
স্থানীয় গ্রামবাসী আসাদুজ্জামান বলেন, কলাবাগানে আগুনে মানুষ পুড়ছে এমন খবর দেন বাগানের চাষি বিকাশ চন্দ্র । আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে আগুনের ভেতরে অর্থ পোড়া মরদেহ দেখত পাই। ধারণা করা হচ্ছে, তাকে অন্য স্থানে হত্যা করে বস্তাবন্দি করে কলাবাগানের নির্জন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের কলাবাগান মালিক বিকাশ চন্দ্র দেবনাথ তার কলাবাগানে আগুন দেখতে পেয়ে গ্রামবাসিদের ডেকে নিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বস্তাবন্দী একটি লাশ আগুনে পুড়ছিল। এ সময় তারা পুকুর থেকে পানি তুলে আগুন নিভানোর চেষ্টা করলেও লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পুলিশ ধারণা করছে দূরে কোথাও হত্যার পর বস্তাবন্দী করে এনে নিরাপদ স্থান ভেবে দুর্বৃত্তরা সেখানে লাশটিতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Share This