দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল দশটায় শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত এবং সম্মুখ যোদ্ধাদের মিলন মেলা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা সিভিল সার্জন ডা. মো. ফেরদৌস হোসাইন, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, শহর জামাতের আমির সিরাজুস সালেহীন, জুলাই শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত এবং সম্মুখ যোদ্ধাবৃন্দ।
এ সময় দিনাজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ৩৬ জুলাই -২০২৪ দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা স্মারকগ্রন্থ নামে বইয়ের উন্মোচন করা হয়।
এছাড়াও জুলাই শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত এবং সম্মুখ যোদ্ধাসহ ২৭৪ জনকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, স্থানীয় সরকার দিনাজপুর এর উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. জানে আলম, এনডিসি অভ্র জ্যোতি বড়ালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর ই আলম সিদ্দিকী।
অপরদিকে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান র্যালি, সুবিধা মত সময়ে জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা এবং দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা।
এর আগে সকাল নয়টায় সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে জুলাই যোদ্ধা শহীদ রবিউল ইসলাম রাহুলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তর সমূহের প্রধানগন।
এরপর দিনাজপুর জজ কোর্ট চত্বরে স্থাপিত অস্থায়ী বেদীতে জুলাই শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।