রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরের জালে বাংলাদেশের ৮ গোল

দেশ ক্রীড়া ডেস্ক
এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে জয়ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে আফঈদা খন্দকারের দল। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী সরকার।
এর আগে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। টানা দুই জয়ে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বের পথে আরো একধাপ এগিয়ে গেল দলটি। নিজেদের শেষ ম্যাচে আগামী ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
লাও ন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে সমান চারবার করে জালের ঠিকানা খুঁজে নেয় বাংলাদেশ। ম্যাচজুড়ে তিমুরের ওপর আধিপত্য বিস্তারকারী ফুটবল খেলে তারা। একের পর এক সব আক্রমণে গিয়ে গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ১৯ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে বাংলাদেশ।
পরের মিনিটেই প্রথম গোলের দেখা পায় আফঈদা অ্যান্ড কোং। কর্ণার থেকে বল পেয়ে হেডে জালে জড়ান সিনহা শিখা। ৩২ মিনিটে অলিম্পিক গোলে বাংলাদেশের ব্যবধান বাড়ান শান্তি মার্ডি। চার মিনিটের মাথায় তার কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় নবিরন খাতুন।
প্রথমার্ধের যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তৃষ্ণা রানী। বিরতি থেকে ফেরার ১২ মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান আগের ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়ান আক্রমণভাগের এই ফুটবলার। ১০ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন মুনকি আক্তার।

Share This