ফ্যাসিবাদী আচরণের পরিণতি হবে শেখ হাসিনার মতোই: বিএফইউজে সভাপতি

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল রহমান শাহীন বলেছেন, ভবিষ্যতে যারা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ করবে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।
আজ শনিবার দিনাজপুরের প্রেসক্লাব মিলনায়তনে ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল রহমান শাহীন বলেন, গত ১৫ বছর ধরে সাংবাদিকরা আন্দোলনের বাইরে থাকতে পারেননি। তিনি রাজনৈতিক দলগুলোকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, গত ১৬ বছরে ৬৬ জন সাংবাদিক জীবন দিয়েছেন। সাংবাদিকরা কারো বন্ধু নন, যখন তারা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন, তখন তারা শত্রুতে পরিণত হন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জুলাই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লব নয় বলে অভিহিত করে বলেন, আরও বিপ্লব আসবে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুর্নীতি আমরা ভুলে গেছি। রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং বিভাজন সৃষ্টিকারীদের আশ্রয় দেওয়া যাবে না। তারা জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে সাংবাদিকদের মধ্যে বিভাজন দূর করার ওপরও জোর দেন।
আলোচনা শেষে শহীদ রবিউল ইসলাম রাহুলের পিতা মুসলেম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।