বড়পুকুরিয়া খনি পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ শনিবার বিকেল ৪ টায় তিনি খনি পরিদর্শন করেন এবং খনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি সকাল ১১টায় হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে অংশিজনদের সাথে মতবিনিময় শেষে খনি পরিদর্শনে আসেন। এসময় খনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে খনির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এতে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু তালেব ফরাজী এর সভাপতিত্বে খনির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক।
এসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, পার্বতিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন মোল্লা, বড়পুকুরিয়া ফাড়ি ইনচার্জ এসআই মিন্টু চন্দ্র রায়সহ খনির বিভিন্ন কর্মকর্তাগণ। খনি পরিদর্শন শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির পরিদর্শদের উদ্দেশ্যে রওনা দেন ।