সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটে আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ গ্রামে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা তিনি পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার কর্মস্থল থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন আমিনুর ইসলাম। চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা তার ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চকরঘুনাথ গ্রামের বাসিন্দা বাবু মিয়া বলেন, আমি রেলের সাইটে ছিলাম ট্রেন আসার পরে আমরা দেখতে পাই ট্রেনের ছাদ থেকে দুজন লোক একটি লোককে ফেলে দিয়েছে। আমরা সেখানে গিয়ে দেখতে পাই লোকটি গুরুতর আহত হয়েছে। পরে আমরা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ভর্তি করাই। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে তাকে রেফার্ড করা হয়।
ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন, আমি পাবনায় ফায়ার সার্ভিসে বাবুর্চী পদে চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত জয়পুরহাটে রেফার্ড করা হয়েছে।

Share This