সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাকিমপুরে বিক্ষোভ ও মানববন্ধন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
গাজীপুরে নির্ভীক সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা সহ সারাদেশে সাংবাদিকদের গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিকরা কালোব্যাচ ধারণ করেন।
আজ সোমবার সকাল ১১টায় হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক তুহিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকান্ডে জড়িত গ্রেফতারকৃতদের দ্রত বিচার সম্পন্ন করে ফাঁসির আওতায় আনতে হবে। সেই সাথে সাংবাদিকদের কাজের সুষ্ঠ পরিবেশ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন ও গোলাম মোস্তাফিজার রহমান, বিএনপি নেতা হযরত আলী সহ অনেকে।

Share This