সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ‎পাঁচবিবির উপজেলার জয়হার আমিনীয়া মহব্বতীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অভিযোগে জানা যায়, গত বছর বিপুল পরিমাণ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানে ৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেন সুপার । ম্যানেজিং কমিটিকে না জানিয়ে নিয়োগ দিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেন যার সঠিক হিসাব দিতে পারেন নাই। অপরদিকে স্বাক্ষর জাল করে তিনি নিয়ম বহির্ভুত পছন্দের লোক দিয়ে এডহক কমিটি গঠন করেন। পরবর্তীতে এ কমিটি নিয়মিত কমিটিতে পরিণত করতে তিনি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এসব কারণে মাদ্রাসায় পড়ালেখার ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। এই নিয়ে ইতিপূর্বে সুপারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।
পরবর্তীতে বিষয়গুলো সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে।
এ বিষয়ে জানতে সুপার আব্দুস সাত্তারের মুঠোফোনে রিং দিলে সদোত্তর না দিয়েই তিনি ফোন কেটে দেয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share This