দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শিশুদের সাথে ব্যতিক্রমী ফল উৎসব

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকেলে শহরের রাজবাটি সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পূলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাহিনুর ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. বোরহান উদ্দিন ।
এছাড়াও ফল উৎসবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. ময়নুল হোসেন, মো. মুনির হোসেন, প্রবেশন অফিসার রিক্তা বানু, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান প্রমুখ।
এদিকে সরকারি শিশু পরিবারের মাঠে শিশু পরিবারের দুটি দল হলুদ ও নীল এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং একই মাঠে দিনাজপুর জেলা প্রশাসনের ১১ জন কর্মকর্তা (খেলোয়াড়) বিবাহিত ও সরকারি শিশু পরিবারের ১১জন খেলোয়াড় (অবিবাহিত) খেলায় অংশ নেন। ফল উৎসবে আম (কয়েক জাতের), আনারস, কলা, পেঁপে , কাঁঠাল, আমড়া, পেয়ারা, ড্রাগন, খেজুরসহ ২৬ প্রকার ফলের উৎসব অনুষ্ঠিত হয়।