বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
“অভয়াশ্রয় গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা মডেল মসজিদের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস এর সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। এছাড়াও স্থানীয় মৎস্য চাষীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮আগস্ট-২৪ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ চলমান থাকবে। উক্ত মতবিনিময় সভায় মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য কোয়ালিটি ফিড মিলকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এবং ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মৎস্যচাষী জিয়াউর রহমান জিয়া ও বিশিষ্ট মৎস্যচাষী কামরুজ্জামান কে শ্রেষ্ঠ সফল মৎস্যচাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

Share This

COMMENTS