বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
“জুলাই পুনর্জাগরণ” ও “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্দ্যেগে উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় ওই প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী, আলোচনাসভা, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে একটি করে মেহগনি ও  দেশি নিম গাছের চারা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আফজাল সরকার ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার। এসময় অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্যামল চন্দ্র সরকার বলেন, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে মেহগনি ও দেশি নিম গাছের চারা দেওয়া হচ্ছে । এসব গাছের চারা উন্নত মানের কাষ্ঠল বৃক্ষ এছাড়া দেশি নিম গাছ বর্তমান সময়ে খুব বেশি উপযোগি কারন বায়ু দূষন রক্ষা ও বিশুদ্ধ বাতাস পেতে এই গাছ অনেক ভূমিকা রাখে। এছাড়া ভেষজ গুণাগুন ও রয়েছে।
আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় গান, নাচ, আবৃতি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে নিম  ও মেহগনি গাছের চারা রোপন করা হয়।

Share This