মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ দফা দাবিতে দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবিতে দিনাজপুরে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখা। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আফসার, এবং প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। বক্তব্য দেন আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাজিউল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, মো. সিদ্দিকুর জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অবকাঠামো ও উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩% থেকে ৫০%-এ উন্নীত করার দাবি জানান তারা। পাশাপাশি কারিগরি খাতকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তোলেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-
৩ সেপ্টেম্বর কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অতিরিক্ত এক ঘণ্টা স্বেচ্ছাশ্রম, ৫ সেপ্টেম্বর ঢাকায় জেলা শাখাগুলোর নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় মতবিনিময়, ৬ সেপ্টেম্বর অধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সাথে সভা, ১০ সেপ্টেম্বর সারাদেশের পলিটেকনিক ক্যাম্পাসে আলোচনা এবং ১৫ সেপ্টেম্বর ঢাকায় “যোগ্যতা ও পেশাগত অসামঞ্জস্যতা: জাতীয় উৎপাদনশীলতায় প্রভাব” শীর্ষক সেমিনার আয়োজন।
সভায় দিনাজপুর জেলা নির্বাহী কমিটি, বিভিন্ন কারিগরি সংগঠন এবং সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This