বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১

হিলি প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে অজ্ঞান পার্টির কৌশলে ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলার ধুনট উপজেলা থেকে শফিউল ইসলাম শাফি (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার শফিউল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে স্থানীয় ইজিবাইক চালক আপেল উদ্দিন মন্ডল যাত্রী নিয়ে বের হন। এসময় স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ঘুরতে যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া নেন। স্বপ্নপুরি পার্ক ঘুরে ফেরার পথে যাত্রীবেশী ওই দম্পতি চালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ সময় প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ইজিবাইক ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করা হয়। পরে ইজিবাইক মালিক বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার শ্বশুর বাড়ি থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়।
ওসি নাজমুল হক আরও জানান, গ্রেপ্তার শফিউল ইসলামকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

Share This